শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:১১ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণঝুঁকি কমাতে রোববার থেকে এলাকাভিত্তিক আবারও লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তাতে অর্থনীতি আরও বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘সরকারের অব্যবস্থাপনার কারণেই করোনাঝুঁকি বেড়েছে।’
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ব্যাপকতা বিবেচনায় নিয়ে রাজধানীসহ দেশের কিছু এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে এলাকাগুলো লকডাউন করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল রোববার (৭ জুন) থেকে পরীক্ষামূলকভাবে কিছু এলাকা এর আওতায় আসতে পারে।
রেড জোন বিবেচিত এলাকার সবাইকে ঘরে থাকতে হবে, একান্ত প্রয়োজন না থাকলে কেউ বাইরে বের হতে পারবেন না। ওই এলাকার মানুষের নিত্যপ্রয়োজনীয় সব জিনিস সরবরাহেরও ব্যবস্থা রাখা হচ্ছে। বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো এবং একেবারে কম আক্রান্ত বা আক্রান্তমুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়োলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও।