শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
প্রাথমিকে রিটের চার বছর লসের বিষয়ে একাধিক বার মাহমুদুল হাসান সোহাগ এর নেত্রেত্বে দপ্তরের মেইলে স্মারকলিপি পাটানোর ফলে এবং বিএমএ চেয়ারম্যান এর মাধ্যমে খোলাচিঠি আকারে দাবি জানানোর কারনে ও জাতীয় ভোরের ডাক পত্রিকায় ২৯/০৬/২০২০ তারিখের নিউজ করার ফলে এছাড়া একাধিক অনলাইন পত্রপত্রিকায় নিউজ করানোর ফলে এটা সর্বচ্চ মহলে পোছে গেছে।এবং এ দাবিটি যুক্তিকতা আছে বলে সবাই মনে করলেও নতুনদের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রালয় সহ দপ্তরের সহিত কথা বলে জানা যায় তারা নতুন করে যারা শিক্ষক হতে চাই তাদের জন্য নতুন করে সার্কুলার দিতে চিন্তা ভাবনা করছে।এজন্য ২৬০০০ শুন্যপদে সার্কুলার দিতে নির্দেশনার কথাও তারা ভাবছে।এদিকে ২০১৪ স্থগিত এক্সাম ২০১৮ এর চার বছর লসের বিষয়টিও একটি গুরুত্বপুর্ন বিষয় সেটাও একটা পয়েন্ট ।আবার ২০১৮ এর প্যানেল পত্যাশিরা একই দাবিতে কাজ করছে মোট ৫৭০০০ মত শুন্যপদে একই সাথে প্যানেল ভিত্তিক নিয়োগ ও তারা দিতে চাইনা।সংশ্লিষ্ট দপ্তর মনে করে নতুনদের সুযোগ দেওয়া উচিত।তাই তারা নতুন করে সার্কুলার দিতে চাই।কিন্তু এখন যেহেতু ২০১৮ ও ২০১৪ প্যানেল প্রত্যাশিদের দাবি সংশ্লিষ্ট মহল জেনে গেছে।তাই এসব প্রার্থীদের নিয়োগ এর জন্য আরো ভালোভাবে কুটনৈতিক ততপরতা সহ দাবির বিষয়ে তখনকার রিটেন পাশ সকলে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসলে এবং অনলাইন সহ সকল মিডিয়াতে ধারাবাহিকভাবে এ বিষয়ে দাবি জুরালো করে কাজ করতে পারলে হয়তো মানবিক বিবেচনায় ঐ সব প্রার্থীদের কথা বিবেচনা করে দপ্তর আবার ও প্যানেল ভিত্তিক নিয়োগ এর চিন্তাভাবনা করতে পারে।তাই এ ব্যাপারে সকল প্যানেল প্রত্যাশিদের এগিয়ে আসার আহবান করেছেন বঞ্চিত এসব প্রার্থীরা।