শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে সবকিছু স্থবির হয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা গ্রামের বাড়িতে অবস্থান করছে। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বাসার ভাড়ার একাংশ টাকা বিকাশে পাঠানোর পরও মেসের তালা ভেঙে শিক্ষার্থীদের সনদপত্র ও মালামাল বাহিরে ফেলে রাখার ঘটনায় সবাই চিন্তিত হয়ে পড়েছেন।বাড়িওয়ালার অমানবিক ও নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এম.জে.এইচ নোমান।তিনি বলেন,শিক্ষার্থীদের সাথে এ ধরনের আচরণ খুবই ঘৃণিত কাজ।এই ঘটনার বিচার দাবি করছি।ঘটনার সাথে জড়িত বাড়িওয়ালার বিচার চাই।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য আগামী ১৫ দিনের বাড়িওয়ালাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কলেজ প্রশাসনকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এই দুঃসময়ে শিক্ষার্থীরা গ্রামে অবস্থান করছেন।বেশিরভাগ শিক্ষার্থীরা টিউশনি করে তাদের পড়ালেখার খরচ ও মেস ভাড়া দেন।কিন্তু এখন তাদের টিউশনিও বন্ধ। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীদের কথা চিন্তা করে মেস ভাড়া অর্ধেক করার দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের সাথে অমানবিক ও নিষ্ঠুর আচরণ না করে তাদের প্রতি মানবিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।