শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন
এম.জামশেদুল আলম :
আসন্ন ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড এর মধ্যকার তিন ম্যাচ সিরিজের একদিনের অন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিয়মিত অধিনায়ক ইওন মরগানকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিয়মিত ওডিআই দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পাঁচজনকে তারা হলেন বেন স্টোকস,জো রুট,জস বাটলার,ক্রিস ওকস ও জোফরা আর্চার।
প্রায় চার বছর পর দলে ডাক পেয়েছেন রিচ ট্রপলি।ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কারসরুপ তাকে দলে নেওয়া হয়েছে বলে জানান ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জেমস টেইলর।
পুরো দলঃ ইওন মরগান(অধিনায়ক) মঈন আলী,বাইরেস্ট্রো, বনটন,সাম বিলিংস, টম কোরাম, লিয়াম ডউসন, জোন ডেনলি,সাকিব মাহুমুদ,আদিল রশিদ,জেসন রয়, রিচ ট্রপলি, জেমস ভিন্স ও ডেভিড ওইলি।