শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
টাংগাইল জেলা প্রতিনিধি : অনিক হাসান
বাংলাদেশ সোনা-মনি ফাউন্ডেশন এর পক্ষ থেকে টাংগাইলের ভুঞাপুরে,পবিত্র ঈদুল আযহা কে কেন্দ্র করে বন্যা কবলিত গরিব অসহায় পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন।
সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপ- সভাপতি মোঃ হাবিবুর( ভুঞাপুর) মোঃ ইব্রাহিম(ঘাটাইল) মোঃ সিফাত খান(কালিহাতি)এবং বাসাইল উপজেলার সভাপতি মোঃ সুমন আদি আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ নিরব আহমেদ (ঘাটাইল) এবং সদস্য গণ।সকলের অংশগ্রহণে বিতরণ কাজ সম্পন্ন হয়।
যমুনার তীরে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট কুঁড়েঘর নিয়ে বন্যায় লড়াই করে বেঁচে থাকা মানুষের জীবন পরিদর্শন করেছেন সবাই কেননা এই উপজেলায় এটিই তাদের প্রথম ইভেন্ট । সামনের দিনগুলিতে আরও ভাল কিছু দেওয়ার লক্ষ্যেই এই পরিদর্শন ও বিতরণ কর্মসূচি।
তাদের এই বিতরণ কর্মসূচিতে সকল পেশার সকল উপজেলার সদস্য ও সভাপতিরা নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অর্থায়ন দিয়ে সহযোগিতা করেছেন এখানে প্রবাসীদের অবদান অকল্পনীয় ও কৃতজ্ঞতা পূর্ণ।
ফাউন্ডেশনে ১২ টি উপজেলার সদস্য ও সভাপতি’রা নিজ নিজ ভাবে প্রত্যেক উপজেলা হতে সাহায্য করেছে যা করোনা মহামারির কারণে কিছুটা দুর্দশার মধ্যে পড়েছে।
আসুন নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেক উপজেলা হতে এগিয়ে আসি আমরা চাইলেই আমাদের জেলার ক্ষুধার্ত, অসহায়, দারিদ্র মানুষের জীবনের মান উন্নত করতে পারি তাদের কে সমাজের কাছে তুলে ধরতে পারি : পরিচালক মোঃ ইমরান হোসেন।