শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৩৪ অপরাহ্ন
Evaly- এর ব্যাংক একাউন্টে যে টাকা গুলো আঁটকে আছে, মূলত… সেই টাকা গুলো হলো রাষ্টের লক্ষ-লক্ষ জনগণের এবং ছোট-বড় অসংখ্য ব্যবসায়ীদের টাকা।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদনঃ
Evaly- এর ব্যাংক একাউন্ট ফ্রীজ হওয়ার Evaly- এর চেয়ে রাষ্টের লক্ষ লক্ষ জনগণ এবং হাজার্র হাজার ব্যবসায়ীগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর আপনি নিশ্চই চাইবেন না, লক্ষ লক্ষ রাষ্টের জনগণ এবং হাজার হাজার ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হোক। এমনও ব্যবসায়ী এখানে আছেন, যাদের সর্বস্ব Evaly- তে বিনিয়োগ করেছেন। এখন এই ব্যবসায়ীগণ যদি এখন টাকা ফেরত না পান বা অনেক দেরিতে ফেরত পান, এদের অবস্থা বা এদের পারিবারিক অবস্থা কি হতে পারে? একটু ভেবে দেখুন।
Evaly- এর ব্যাংক একাউন্ট ফ্রীজ করে তদন্ত করা হয়েছে, নিশ্চই এই রাষ্টের স্বার্থে এবং রাষ্টের লক্ষ লক্ষ জনগণ এবং রাষ্টের হাজার হাজার ছোট- বড় ব্যবসায়ীদের স্বার্থেই। আমরা এই তদন্তকে সাধুবাদ জানাই এবং আমরা এই তদন্তের পক্ষে।
আমরা চাই, তদন্ত কার্যক্রম অব্যাহত থাকুক এবং সকল ই-কমার্স খাতগুলোকে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হোক।
আমরা এও চাই, রাষ্টের এবং রাষ্টের লক্ষ লক্ষ জনগণ এবং রাষ্টের হাজার হাজার ছোট- বড় ব্যবসায়ীদের স্বার্থে Evaly- এর ব্যাংক একাউন্ট খুলে দেওয়া হোক এবং Evaly-এর সকল ব্যবসায়ী কার্যক্রম যেন স্বাভাবিক ভাবে করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া হোক। Evaly- এর ব্যাংক একাউন্ট খুলে দিয়েও Evaly- এর বিরুদ্ধে যে মানি-লন্ডারিং অভিযোগ এসেছে, তার তদন্ত করা যেতে পারে। Evaly যদি দোষী প্রমাণিত হয়, এর জন্য নিশ্চই Evaly একাই শাস্তি ভোগ করবে।
কিন্তু, Evaly- এর জন্য কোনভাবেই রাষ্টের লক্ষ লক্ষ জনগণ বা হাজার হাজার ছোট বড় ব্যবসায়ী শাস্তি ভোগ করবে না বা সমস্যা অথবা কষ্ট ভোগ করবে না।
সরকারের পক্ষ থেকে সকল ই- কমার্স খাতের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হোক।
তারপর সেই মনিটরিং সেল দিয়ে Evaly তথা সকল ই- কমার্স খাতের সকল কার্যক্রম নজরদারীতে এবং জবাবদিহিতার মধ্যে রাখা হোক। ই- কমার্স আইন করা হোক।
পরিশেষে বলছি… বাংলাদেশকে ডিজিটাল বিনির্মাণে এবং বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়েনে, ই-কমার্স খাত অনেক বড় ভূমিকা রাখতে পারে। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালেও আমরা তাই-ই দেখতে পাই। আজকে দেখা যাচ্ছে যে, আমাদের দেশের অনেক শিক্ষিত- অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠী ই- কমার্সের মাধ্যমে ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে। উদ্যোক্তা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন… আমাদেরকে ব্যবসায়ী হতে, উদ্যেক্তা হতে।
আমরা আপনার কথা মতোই তাই হওয়ার চেষ্টা করছি বা করে যাচ্ছি।
আজ বাংলাদেশের ই-কমার্স খাতকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। জানিনা… কাদের স্বার্থের জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে।
এই ষড়যন্ত্র রুখতে হবে, প্রতিহত করতে হবে।
ই-কমার্স কে বাঁচিয়ে রাখতে হবে।
জানিনা, এই লেখা গুলো আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা। যদি পৌঁছায়, তাহলে একটু পড়ে দেখবেন।
তারপর বিবেচনায় নিবেন।
ধন্যবাদ..