শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ
চলতি বছরে আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব ও সামাজিক প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।এর ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি নিজস্ব কার্যালয়ে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া চলন্তিকা যুব সংঘের নেতৃবৃন্দের হাতে ফুটবল,ভলিবল ও ক্রিকেট সেট সমন্বয়ে খেলার সামগ্রী তুলে দেন। বিতরণ কালে তিনি বলেন, নৈতিক অবক্ষয়, হীনমন্যতা এবং সামাজিক দায়বদ্ধতার অভাবে সমাজে আজ মাদক,সন্ত্রাস ও ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। এসকল সমাজবিরোধী অনৈতিক কার্যক্রম প্রতিহত করতে সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আত্মনিয়োগ করতে হবে।দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য তিনি তরুণ, যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, সহ-সভাপতি রানা আহমেদ,চলন্তিকা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আশরাফুজ্জামান তাজ প্রমুখ।