বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন
নাজমুল হাসানঃ
নারায়নগঞ্জ জেলার সোনার গাঁও থানাধীন তিতাস গ্যাস জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত সন্ত্রাসী কাদির বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ।সন্ত্রাসী কাদির বাহিনীর কথার বাইরে চলতে পারছে না কর্মকর্তা ও কর্মচারীরা।বিগত দিনে তাদের নির্যাতন অত্যাচারে দিশেহারা হয়ে বৈধ ঠিকাদাররা মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।সন্ত্রাসীদের বিরুদ্ধে এসব অভিযোগ করায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।কাদির বাহিনীর প্রধান কাদির এর ছোট ভাই আসিফ কর্মকর্তা,কর্মচারী ও বৈধ ঠিকাদারদের প্রকাশ্যে হত্যার হুমকি সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের বিবরনীতে জানাগেছে গত ২২/০৬/২০১৬ সালে প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন তালুকদার কে মারধোর করায় কাদির বাহিনীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মামলা হয় যার নং৫৫।সন্ত্রাসী কাদির বাহিনীর মাধ্যমেই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারন গ্রাহকদের কাছ থেকে।তারা সরকারী সম্পদ অপব্যাবহার করছে ক্ষমতার জোড় খাটিয়ে।সরকারী সম্পদ গ্যাস থেকে লুটপাটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কাদির বাহিনী।খোজ নিয়ে জানা গেছে কাদির ও আসিফের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচরে,সে স্থানীয় আইয়ুব আলী দেওয়ান এর ছেলে।আইয়ুব আলী দেওয়ান বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ এর অদক্ষ লেবার হিসেবে জরুরী গ্যাস নিয়ন্ত্রন বিভাগ টিম-৩ গুলশান নেটওয়ার্ক এ কর্মরত আছেন।মোঃ কাদির ও আসিফের মামা মোঃ হারুন শেখ মতিঝিল তিতাস গ্যাস অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত আছে।তিনি জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর (দক্ষিন) এর যুগ্মসাধারন সম্পাদক পদে রয়েছেন।বিপ্লবী পরিষদ নামে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ছিলেন তিনি।স্থানীয় সোনারগাঁও তিতাস গ্যাস অফিসের আশেপাশের লোকজন সংবাদ কর্মীদের জানান কাদির বাহিনী শুধু তিতাসের কর্মচারীদের নির্যাতন করছে না তারা স্থানীয় মানুষদেরকেও নানা ভাবে নির্যাতন করে থাকে।তাদের এসব অপকর্মে বাধা দিতে গেলে সে ও তার ভাই আসিফ সম্মিলিত ভাবে হামলা চালায়।তারা এলাকার মাদক ব্যাবসার সঙ্গেও জড়িত।তাদের ভয়ে সবাই তটস্থ থাকে।বর্তমানে তাদের অত্যাচার ও নির্যাতন চরম আকার ধারন করায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হওয়ায় মানুষ আতঙ্কের মধ্যে দিনতিপাত করছে।