রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:১২ পূর্বাহ্ন
নীলফামারীতে প্রতিবেশী দুলাভাইয়ের হাতে ৫ম শ্রেণী ছাত্রীর যৌন হয়রানী
আব্দুল মোমিন,নীলফামারীঃ নীলফামারীতে প্রতিবেশী দুলাভাইয়ের হাতে ৫ম শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। এ ঘটনায় নীলফামারী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মেয়েটির পরিবার। বুধবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, টুপামারী ইউনিয়নের দুহুলীপাড়া গ্রামের মো: নুচ্ছু মামুদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ভুক্তভোগী বাড়ীর পার্শ্বে বাবার সাথে দোকান করতো। বুধবার সকালে মেয়েটির বাবা দোকান খুলে মেয়েকে বসাই দিয়ে অন্য কাজে যায়। দুপুরে দোকানের সামনে অন্য লোক জন না থাকায় । সু কৌশলে জাহাঙ্গীর দোকান টি বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে, ভুক্তভোগী মেয়েটি চিৎকার করলে, মেয়েটিকে ফেলে পালিয়ে যায় লম্পট জাহাঙ্গীর আলম। এলাকায় বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে স্থানীয়রা মিমাংসা ব্যর্থ হলে । আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির পিতা জোনাব আলী।
এ বিষয়ে নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, আমি একটা অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা করা হবে।