dailyprotidinerkhobor
- ২৯ নভেম্বর, ২০২০ / ৩৬ Time View
নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকার সবচেয়ে বড় কুখ্যাত জুয়াড়ী বোর্ডের মালিক সবুজসহ ২২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
ডেমরা জোন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ জানান, গোপন সংবাদের মাধ্যমে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যাত্রাবাড়ী থানাধীন পুবালী এলাকার একটি জরাজীর্ণ বাড়ীর ২য় তলা থেকে মিনি ক্যাসিনোর সম্রাট সবুজ সহ মোট ২২ জন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
এডিসি আরো বলেন এখানে আরে জুয়াড়ীরা ছিলেন পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া করলে জরাজীর্ণ বাড়ীর টিনে তিনি সহ এক পুলিশ আহত হন। প্রথমে সবুজ তার পরিচয় গোপন করে পরে পুলিশের জেরায় তার নাম সবুজ বলে স্বীকার করেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়, দোতলায় উঠতে খুব সরু একটি সিড়ি। সেখানে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তার ডান পাশে আলামিনের ক্লাব সেখানে বিভিন্ন ফেসটুন পোস্টার তাতে ৫০ নং ওয়ার্ড আওয়ামিলীগে প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আলামিনের নাম ব্যানার রয়েছে।
তার পাশে তিনটি রুমে দীর্ঘদিন ধরে এই জুয়ার ব্যবসা চলছে। এলাকাবাসী জানান, আওয়ামীলীগের অফিসের নামে দীর্ঘদিন ধরে আলামিন এখানে মাদক, জুয়া ও নারী ব্যবসা করে আসছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।