বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৬:৫১ অপরাহ্ন
“কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের বিচারের দাবিতে, বিক্ষোভ মিছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ
পাল্টা আঘাত হানার সময় এখনই।ভাষ্কর্য ইস্যু সামনে এনে যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মৌলবাদী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল, জঙ্গীবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীকে চিরদিনের জন্য ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের এবং ২.৫০ মা – বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে বিতারিত করবোই করবেই
বীর মুক্তিযোদ্ধার সন্তানমোঃ আব্দুর রশিদ মন্ডল রানা,
সভাপতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ,কেন্দ্রীয় কমিটি,উপস্থিত ছিলেনবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ,সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা, ও , বীর মুক্তিযোদ্ধার সন্তান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান,, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান ইসমাল, প্রতিষ্ঠাতা সংগঠক লায়ন মোঃ গাজী আলম ভৃঈয়া, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান দপ্তর সম্পাদক মাইনুদ্দীন ও , , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো: ইব্রাহীম খান, মহিলা সম্পাদক জয়া রানী সরকার , ও সলিমুল্লাহ ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আরাফাত হোসেন, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও
কলেজ শাখা, মহানগর কমিটির নেতৃবৃন্দ,
পবিশেষে বীর মুক্তিযোদ্ধার সন্তান বাউবি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা বলেনইসলামবিরোধী দেশবিরোধী ক্ষমতালোভী রাজাকারেরা সরকারকে ৫ প্রস্তাব দিয়েছেতাই আমিও ৫ টি প্রস্তাব দিচ্ছিঃ-জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, শহীদ মিনার, জাতীয় সঙ্গীত, ধর্মনিরপেক্ষতা, এসব বিষয়ে আপোষ বা সমঝোতা করা যাবেনা।☢️মাদ্রাসায় প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করতে হবে।☢️মাদ্রাসায় শিশু বলৎকারের দায়িত্ব মাদ্রাসার প্রধান শিক্ষককে নিতে হবে। বলাৎকারের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড।☢️ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে হলে সরকারের নিকট নিবন্ধিত হতে হবে। ওয়াজ করতে হলে মঞ্চে উঠার আগেই নিকটবর্তী থানায় লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।☢️ওয়াজ মাহফিলের ফি সরকার নির্ধারণ করে দিবে। ওয়াজের মঞ্চে কোরআন হাদীসের বাহিরে কোন রাজনৈতিক বক্তব্যের শাস্তি তাৎক্ষণিকভাবে কমপক্ষে ১বছর কারাদন্ডের বিধান চালু।
এসব ন্যায্য দাবি, বাংলাদেশের ৯০% মুসলমান আজ বিভ্রান্ত দিকভ্রষ্ট শুধুমাত্র ওলামাদের দ্বারা ধর্মকে ব্যবহারের কারণে।
ওয়াজের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, মঞ্চে কোরআন হাদীসের বাহিরে অবান্তর মিথ্যা ও বানোয়াট বক্তব্য এর জন্য দায়ী।
আল্লাহ্ এক, কোরআন এক, রাসূল সঃ একজন হলেও ধর্ম ব্যবসায়ীরা নানা নামে নানা লেবাসে ধর্মের দোকান খুলেছে। কওমী,সুন্নী,আহলে হাদীস, শিয়া, কাদীয়ানি,পীর-মাজার ভক্ত, কালো পাগড়ী,সাদা পাগড়ী ❗
চৌদ্দ গ্রুপে বিভক্ত ⁉️
ধর্ম ব্যবসায়ীরা ইসলাম ধর্মের সোয়া ১২ টা বাজিয়ে ছেড়েছে।⁉️
সময় বুঝে এদের সাথে যোগ হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী চক্র❗
তাই সরকারের হস্তক্ষেপ ব্যতীত এসব ধর্ম ব্যাবসায়ীদের নিয়ন্ত্রণ অসম্ভব।
এই হোক বিজয় দিবসের অঙ্গীকার।