বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৭ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় “সিদ্ধিরগঞ্জে ওসির বন্ধু পরিচয়ে গর্ভবতী স্ত্রীকে হত্যার পায়তারা” প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিদ্ধিরগঞ্জের বাতেন পাড়া রওশন নগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেকলীগের আহব্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ রাসেল। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, সংবাদ গণমাধ্যমের নীতি মালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং আমার কোন বক্তব্য না নিয়ে একতরফাভাবে আমার বিরুদ্ধে যে সব মনগড়া কথাবার্তা ছাপানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আমার ব্যক্তিগত সুনাম নষ্টের হীন উদ্দেশ্যে কতিপয় কুচক্রির মিথ্যা তথ্য দ্বারা সাজানো হয়েছে এ প্রতিবেদন। স্ত্রী পরিচয়ে যে মেয়েটি ও তার সহযোগীরা(মুক্তা, ডিভোর্স প্রাপ্তা নারী) আমাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল তার সাথে আমার কোনরুপ সংশ্লিষ্টতার প্রশ্নই উঠেনা।
সংবাদে উল্লেখ করা আমাকে ও আমার বাবার বিরুদ্ধে গুম, খুন,হুমকির বিষয়টি খুবই ন্যাককার জনক ও উদ্দেশ্য মূলক। এই ব্যাপারে আমি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি যার নাম্বার:৮৭২,তারিখ:১৯-১-২১, আমার সাথে কথা না বলে রিপোর্টটি প্রকাশ করায় প্রমাণিত হয় প্রতিবেদনটির কোন সংবাদমূল্য নেই এবং ভিত্তিহীন।